Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

১০ অক্টোবরের এই দিনে


==ছুটির দিন ও পালনীয়==

• আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (World Mental Health Day)। ও
• আজ বিশ্ব মৃত্যুদণ্ড বিরোধী দিবস।

==ঘটনাবলী==

• ০৬৮০ সালের এই দিনে কারবালার যুদ্ধ: খলিফা প্রথম ইয়াজিদের সেনাবাহিনী ইসলাম-প্রবর্তক নবী মুহাম্মদের পৌত্র হোসাইন ইবনে আলীকে হত্যা করেছে। এই ঘটনার স্মৃতিরক্ষার্থে শিয়ারা আশুরা পালন করেন।
• ০৭৩২ সালের এই দিনে তুরের যুদ্ধ: চার্লস মার্টেলের নেতৃত্বাধীন একটি বাহিনী পশ্চিম ফ্রান্সের পাঁইতি ও তুরের মধ্যবর্তী এক স্থানে উমাইয়া খিলাফতের বাহিনীকে পরাস্ত করে।
• ১৭৫৬ সালের এই দিনে লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
• ১৯০২ সালের এই দিনে হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস অনুষ্ঠিত হয়।
• ১৯১১ সালের এই দিনে চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
• ১৯১৩ সালের এই দিনে পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
• ১৯১৭ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
• ১৯১৯ সালের এই দিনে পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
• ১৯৩২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
• ১৯৪২ সালের এই দিনে কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
• ১৯৪৩ সালের এই দিনে চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৯৫৯ সালের এই দিনে আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
• ১৯৬৪ সালের এই দিনে এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
• ১৯৬৭ সালের এই দিনে প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
• ১৯৭১ সালের এই দিনে দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।
• ১৯৯৭ সালের এই দিনে ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।

==জন্ম==

• ০০১৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টাইবেরিয়াস জেমেলাস; তিনি ছিলেন রোমান সম্রাট ক্যালিগুলার দত্তক পুত্র।
• ০৭৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাগা; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৩৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় চার্লস; তিনি ছিলেন নাভারের রাজা।
• ১৪৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় চার্লস; তিনি ছিলেন ডিউক অফ স্যাভয়।
• ১৫৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকবাস আর্মিনিয়াস; তিনি ছিলেন ডাচ ধর্মতত্ত্ববিদ।
• ১৫৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথরিন মিশেল; তিনি ছিলেন স্পেনের দ্বিতীয় ফিলিপ ও ভ্যালোইসের এলিজাবেথের কন্যা।
• ১৬৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন-এন্টোইন ওয়াটিও; তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৬৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস ডি লার্গিলিয়ের; তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৬৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-অ্যান্টোইন ওয়াটেউ; তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৭৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ; তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইংরেজ রসায়নবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
• ১৭৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম জোহান ভন ক্রুসেনস্টার; তিনি ছিলেন ফরাসি রাশিয়ান অ্যাডমিরাল ও এক্সপ্লোরার।
• ১৮১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুসেপ্পে ভের্দি; তিনি ছিলেন ইতালীয় সুরকার ও সমাজসেবী।
• ১৮২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ক্রুগার; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার সৈনিক, রাজনীতিবিদ ও ৫তম রাষ্ট্রপতি।
• ১৮৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ইসাবেলা; তিনি ছিলেন স্পেনের রানী।
• ১৮৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্সিস কিভি; তিনি ছিলেন ফিনিশ লেখক ও নাট্যকার।
• ১৮৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিডজফ নানসেন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান এক্সপ্লোরার, বিজ্ঞানী ও মানবতাবাদী।
• ১৮৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডায়োনিসিয়াস কাসডাগলিস; তিনি ছিলেন মিশরীয় বংশোদ্ভূত গ্রীক টেনিস খেলোয়াড়।
• ১৮৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হান ভ্যান মিগেরেন; তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী ও জালিয়াতি।
• ১৮৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড নিউল্যান্ড; তিনি ছিলেন এস্তোনিয়ান ভারোত্তোলক।
• ১৮৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উলফ্রাম ফ্রেইহার ভন রিচথোফেন; তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৯০০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেলেন হেইস; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবার্তো জিয়াকোমেটি; তিনি ছিলেন সুইস ভাস্কর ও চিত্রশিল্পী।
• ১৯০৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিন্স চার্লস; তিনি ছিলেন কাউন্ট অফ ফ্ল্যান্ডার্স।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর. কে. নারায়ণ; তিনি ছিলেন ভারতীয় লেখক।
• ১৯০৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সে রোডোরেডা; তিনি ছিলেন কাতালান লেখক ও কবি।
• ১৯১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লেয়ার হলিংওয়ার্থ; তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক ও লেখক।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনিল মুখার্জি; তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।
• ১৯১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লড সাইমন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মালাগাসি বংশোদ্ভূত ফরাসি ঔপন্যাসি ও সমালোচক।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সমর সেন; তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক।
• ১৯১৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থেলোনিয়াস মোঙ্ক; তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরি গোমেজ; তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, পরিচালক ও আম্পায়ার।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ক্ল্যাভেল; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও লেখক।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এড উড; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লায়লা জেনসার; তিনি ছিলেন তুর্কি সোপ্রানো।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েভেস চৌভিন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারল্ড পিন্টার; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ নাট্যকার, চিত্রনাট্যকার ও পরিচালক।
• ১৯৩৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খলিল আল-ওয়াজির; তিনি ছিলেন ফিলিস্তিনের সেনাপতি ও জাতীয়তাবাদি দল ফাতাহর সহপ্রতিষ্ঠাতা।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরহার্ড এর্টল; তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিরয় এডওয়ার্ড হুড; তিনি আমেরিকান জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার কোয়োট; তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেন সারো-উইওয়া; তিনি নাইজেরিয়ান লেখক ও সমাজ কর্মী।
• ১৯৪২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাদু ভাসিল; তিনি রোমানিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৫৭তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যানবার্ন হোল্ডার; তিনি ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডান্স; তিনি ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাওতো কান; তিনি জাপানের আইনজীবী, রাজনীতিবিদ ও জাপানের ৬১তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেভারিন; তিনি ফরাসি গায়িকা ও অভিনেত্রী।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যান্স কেয়ার্নস; তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোরা রবার্টস; তিনি আমেরিকান লেখিকা।
• ১৯৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিজ উরে; তিনি স্কটিশ গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেখা; তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড লি রথ; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো সান্টোস; তিনি পর্তুগিজ ফুটবলার ও পরিচালক।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৌর মাতান রুক; তিনি পূর্ব তিমোরীয় রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৯৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুমিকো তাকাহাশি; তিনি জাপানি লেখক ও চিত্রকর।
• ১৯৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্র্যাডলি হুইটফোর্ড; তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনিতা মুই; তিনি ছিলেন হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল পার্ল; তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইস্রায়েলি সাংবাদিক।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারা ল্যাঙ্কাশায়ার; তিনি ইংরেজ অভিনেত্রী ও পরিচালক।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস পেন; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টনি অ্যডামস; তিনি ইংলিশ সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাই লিং; তিনি চীনা বংশোদ্ভূত আমেরিকান মডেল ও অভিনেত্রী।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল গিয়াচিনো; তিনি আমেরিক সুরকার।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোনাথন লিটেল; তিনি আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও মানবতাবাদী।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাভিন নিউসম; তিনি আমেরিকান ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মানু বেনেট; তিনি নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেট ফাভরে; তিনি আমেরিকান সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন্ডি ম্যাকলেন্ডন-কোভি; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাভজেনি কিসিন; তিনি রাশিয়ান পিয়ানোবাদক।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও লোপেজ; তিনি আমেরিকান অভিনেতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রযোজক।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিও রিকার্ডো ক্রুজ; তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোডি লিন ও'কিফ; তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস মাসু; তিনি চিলির সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ময়া; তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক, ড্যান্সার ও অভিনেত্রী।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াসির আল-কাহতানি; তিনি সৌদি আরবের সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যান স্টিভেনস; তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোস স্পাইরোপোলোস; তিনি গ্রীক সাবেক ফুটবলার।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তোলগা জেনগিন; তিনি তুর্কি ফুটবলার।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভুসিমুজি ভুসি সিবান্দা; তিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিয়াকি কুরিয়ামা; তিনি জাপানি অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরিনা ডায়ম্যান্ডিস; তিনি ওয়েলশ গায়ক, গীতিকার ও পিয়ানোবাদক।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এজেকিয়েল গারাই; তিনি আর্জেন্টিনার ফুটবলার।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রাউন আইডিয়; তিনি নাইজেরিয়ান ফুটবলার।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজ ম্যাকআইভার; তিনি নিউজিল্যান্ড অভিনেত্রী।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইমী টি গার্ডেন; তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েলা সিলমি; তিনি অস্ট্রেলিয়ান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লালি এসপোসিতো; তিনি আর্জেন্টিনার অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়ানা পাজন; তিনি কলম্বিয়ান সাইক্লিস্ট।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জারদান শাকিরি; তিনি সুইস ফুটবলার।
• ১৯৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বে সুজি; তিনি দক্ষিণ কোরিয়ার গায়িকা, অভিনেত্রী ও মডেল।

==মৃত্যু==

• ০০১৯ ক্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মানিকাস; তিনি ছিলেন রোমান জেনারেল।
• ০৬৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আব্বাস ইবনে আলী; তিনি ছিলেন ইমাম আলীর পুত্র।
• ০৬৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আল-আকবর ইবনে হুসেন; তিনি ছিলেন হুসেনের পুত্র।
• ০৬৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলী আল-আসগর ইবনে হুসেইন; তিনি ছিলেন হুসেনের পুত্র।
• ০৬৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হাবিব ইবনে মাজাহ; তিনি ছিলেন হুসেন ইবনে আলীর অন্যতম সঙ্গী।
• ০৬৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হোসাইন ইবনে আলী; তিনি ছিলেন মুহাম্মদ (সাঃ) এর নাতি এবং কন্যা ফাতিমা জাহরা-এর পুত্র ও হাসান ইবন আলী-এর কনিষ্ঠ ভ্রাতা।
• ১১৪৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আল-হাফিজ; তিনি ছিলেন একাদশ ফাতেমীয় খলিফা।
• ১৫০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় পিটার; তিনি ছিলেন ডিউক অফ বোরবন।
• ১৫৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বেইন্নাউং; তিনি ছিলেন বার্মিজ রাজা।
• ১৬৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবেল ইয়ানসোন তাসমান; তিনি ছিলেন ডাচ বণিক ও এক্সপ্লোরার।
• ১৭২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টোইন কোয়েসেভক্স; তিনি ছিলেন ফরাসি ভাস্কর।
• ১৮০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রিন্স লুই ফার্ডিনান্ড; তিনি ছিলেন প্রুশিয়ান রাজপুত্র।
• ১৮২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উগো ফস্কোলো; তিনি ছিলেন ইতালিয়ান লেখক ও কবি।
• ১৮৩৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস ফুরিয়ার; তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৮৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম এইচ. সেওয়ার্ড; তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৮৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলেক্সি কনস্টান্টিনোভিচ টোলস্টয়; তিনি ছিলেন রাশিয়ান লেখক, কবি ও নাট্যকার।
• ১৯১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কাতসুরা তারো; তিনি ছিলেন জাপানি জেনারেল, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী।
• ১৯১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ক্যারল; তিনি ছিলেন রোমানিয়ার রাজা।
• ১৯২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রেস অ্যাভেলিনো ক্যাসেরেস; তিনি ছিলেন পেরুর জেনারেল ও রাষ্ট্রপতি।
• ১৯২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গুস্তাভ হোয়াইটহেড; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান পাইলট ও প্রকৌশলী।
• ১৯৩০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডলফ ইংলার; তিনি ছিলেন জার্মান উদ্ভিদবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৫৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল গেঞ্জকেন; তিনি ছিলেন জার্মান চিকিৎসক।
• ১৯৬৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এডিথ পিয়াফ; তিনি ছিলেন ফরাসি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এডি ক্যান্টর; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা।
• ১৯৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিখ নিউহাউস; তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান পিয়ানোবাদক ও শিক্ষাবিদ।
• ১৯৬৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন শার্লট কুপার; তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত স্কটিশ টেনিস খেলোয়াড়।
• ১৯৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এডুয়ার্ড দালাদিয়ের; তিনি ছিলেন ফ্রান্সের ক্যাপ্টেন, রাজনীতিবিদ ও ১০৫তম প্রধানমন্ত্রী।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ; তিনি ছিলেন বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুডভিগ ফন মাইসেস; তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী।
• ১৯৭৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রালফ মেটকাফ; তিনি ছিলেন আমেরিকান স্প্রিন্টার ও রাজনীতিবিদ।
• ১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রাফ রিচার্ডসন; তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইউল ব্রাইনার; তিনি ছিলেন রাশিয়ান অভিনেতা।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অরসন ওয়েলস; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লার্ক ক্লিফোর্ড; তিনি ছিলেন আমেরিকান ক্যাপ্টেন, আইনজীবী ও রাজনীতিবিদ।
• ২০০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সিরিমাভো বন্দরনায়েকে; তিনি ছিলেন শ্রীলঙ্কার আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
• ২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভ্যাসিলি মিশিন; তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার রিভ; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সমাজ কর্মী।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিল্টন ওবোতে; তিনি ছিলেন উগান্ডার রাজনীতিবিদ; তিনি ছিলেন উগান্ডার ২য় রাষ্ট্রপতি।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টিফেন গেটলি; তিনি ছিলেন আইরিশ গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা।
• ২০১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সলোমন বার্ক; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও প্রচারক।
• ২০১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোয়ান সাদারল্যান্ড; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সুইস সোপ্রানো ও অভিনেত্রী।
• ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জগজিৎ সিং; তিনি ছিলেন ভারতীয় গায়িকা ও গীতিকার।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন  স্কট কার্পেন্টার; তিনি ছিলেন আমেরিকান কমান্ডার, পাইলট ও মহাকাশচারী।
• ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল কাদের খান; তিনি ছিলেন পাকিস্তানি পারমাণবিক পদার্থবিদ ও ধাতুবিদ্যা বিজ্ঞানী।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মুলায়ম সিংহ যাদব; তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশের ১৫তম মুখ্যমন্ত্রী।
• ২০২৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রতন টাটা, ভারতীয় শিল্পপতি, সমাজসেবী ও টাটা গ্রুপের চেয়ারম্যান।

#১০_অক্টোবরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১০ অক্টোবরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ বিশ্ব মানসিক
User Rating: 4.83 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image