Skip to content
Latest
The Legacy and Bravery of Tipu Sultan A Historical IconInternational Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of Acceptance

১৫ সেপ্টেম্বরের এই দিনে

International Democracy Day

==ছুটির দিন ও পালনীয়==


• আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস (The International Day of Democracy)। ও
• আজ বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস।

==ঘটনাবলী==


• ০৯৯৪ সালের এই দিনে ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।
• ১৬৫৬ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
• ১৮১২ সালের এই দিনে নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।
• ১৮১২ সালের এই দিনে ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
• ১৮২১ সালের এই দিনে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও ঝকোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
• ১৮৩৫ সালের এই দিনে ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
• ১৮৯৪ সালের এই দিনে পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
• ১৯১৬ সালের এই দিনে বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷
• ১৯২৮ সালের এই দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
• ১৯৩৫ সালের এই দিনে নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।
• ১৯৪৬ সালের এই দিনে বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
• ১৯৪৭ সালের এই দিনে তমদ্দুন মজলিস 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
• ১৯৫৮ সালের এই দিনে আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ইডেন গার্ডেন্সের নিজস্ব “আকাশবাণী ভবন”- স্নানান্তরিত হয়।
• ১৯৫৮ সালের এই দিনে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয়৷
• ১৯৫৯ সালের এই দিনে দূরদর্শন (সংক্ষেপে ডিডি) ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
• ১৯৫৯ সালের এই দিনে নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর ও সিরিয়া।
• ১৯৮১ সালের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
• ১৯৮২ সালের এই দিনে লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।
• ১৯৮৯ সালের এই দিনে পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে৷
• ১৯৯১ সালের এই দিনে দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসিডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে৷
• ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান।
• ১৯৯৬ সালের এই দিনে ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
• ২০০৮ সালের এই দিনে আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।

==জন্ম==


• ০৬০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলী ইবনে আবু তালিব; তিনি ছিলেন প্রথম শিয়া ইমাম।
• ০৭০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হযরত উতবা (রঃ); তিনি ছিলেন সিরিয়ার সর্বশেষ সাহাবী।
• ০৭৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাইচো; তিনি ছিলেন জাপানি সন্ন্যাসী।
• ০৭৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল-মামুন; তিনি ছিলেন ইরাকি খলিফা।
• ১২৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো পোলো; তিনি ছিলেন ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।
• ১৫০৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাঙ্গেরির মেরি; তিনি ছিলেন ডাচ শাসক।
• ১৫৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রিয়ার ক্যাথরিন; তিনি ছিলেন পোল্যান্ডের রানী।
• ১৬১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঁসোয়া দে লা রোচেফৌকাল্ড; তিনি ছিলেন ফরাসী সৈনিক ও লেখক।
• ১৭৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন সিলভাইন বেলি; তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ, গণিতবিদ ও রাজনীতিবিদ।
• ১৭৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ফেনিমোর কুপার; তিনি ছিলেন আমেরিকান সৈন্য ও লেখক।
• ১৮২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার বাটলারোভ; তিনি ছিলেন রাশিয়ান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পোর্ফিরিও দিয়াজ; তিনি ছিলেন মেক্সিকান জেনারেল, রাজনীতিবিদ, ২৯তম রাষ্ট্রপতি।
• ১৮৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট; তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
• ১৮৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডি ফুকোল্ড; তিনি ছিলেন ফরাসি যাজক ও শহীদ।
• ১৮৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম. বিশ্বেশ্বরায়া; তিনি ছিলেন ভারতীয় প্রকৌশলী, পণ্ডিত ও ভারতরত্ন বিজয়ী।
• ১৮৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো ওয়াল্টার; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৮৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; তিনি ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
• ১৮৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ লিয়ন্স; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও দশম প্রধানমন্ত্রী।
• ১৮৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইট্টোর বুগাট্টি; তিনি ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত ফরাসি ব্যবসায়ী।
• ১৮৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল লেভি; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক মার্টিন; তিনি ছিলেন সুইস বংশোদ্ভূত ডাচ পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগাথা ক্রিস্টি; তিনি ছিলেন ইংরেজ অপরাধ উপন্যাসকার, ছোট গল্পের লেখক ও নাট্যকার।
• ১৮৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার ক্লেইন; তিনি ছিলেন সুইডিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন রেনোয়ার; তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯০৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় উম্বের্টো; তিনি ছিলেন ইতালির রাজা।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক বেকার; তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুনার একেলফ; তিনি ছিলেন সুইডিশ কবি ও লেখক।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফে ওয়ে; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ১৯১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহানেস স্টেইনহফ; তিনি ছিলেন জার্মান জেনারেল ও পাইলট।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রাইটন আব্রামস; তিনি ছিলেন আমেরিকান জেনারেল।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডলফো বায়ো কাসারেস; তিনি ছিলেন আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট লকউড; তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাউস্টো কপি; তিনি ছিলেন ইতালিয়ান সাইক্লিস্ট ও সৈনিক।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকি কুপার; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওর্গি লাজার; তিনি ছিলেন হাঙ্গেরির রাজনীতিবিদ ও ৫০তম প্রধানমন্ত্রী।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শোহেই ইমামুরা; তিনি ছিলেন জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-পিয়ের সেরে; তিনি ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাননবল অ্যাডারলি; তিনি আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও ব্যান্ডলিডার।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারি গেল-ম্যান; তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন জুলিয়াস নরউইচ; তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও লেখক।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাশলে কুপার; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শোহেই ইমামুরা; তিনি জাপানী পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো ডে লা রুয়া; তিনি ছিলেন আর্জেন্টিনার আইনজীবী, রাজনীতিবিদ ও ৫১তম রাষ্ট্রপতি।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট লুকাস; তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লোরিয়ান আলবার্ট; তিনি ছিলেন হাঙ্গেরিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিরোস্লো হার্মাসজেউস্কি; তিনি ছিলেন পোলিশ জেনারেল, পাইলট ও নভোচারী।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউরি নর্স্টেইন; তিনি ছিলেন রাশিয়ান অ্যানিমেটর, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর জুবকোভ; তিনি রাশিয়ান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩৭তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাহাম টেলর; তিনি ছিলেন ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারমেন মাউরা; তিনি স্প্যানিশ অভিনেত্রী।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসি নরম্যান; তিনি ছিলেন আমেরিকান সোপ্রানো।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যান্স-হার্ট প্যাটারিং; তিনি জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি লি জোন্স; তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভার স্টোন; তিনি একাডেমী পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল জন প্রোক্টর; তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার, কোচ ও রেফারি।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান নিসকেন্স; তিনি ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্রান্ট ডিংক; তিনি ছিলেন তুর্কি সাংবাদিক।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল কাদির; তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাগি রেইলি; তিনি স্কটিশ গায়ক ও গীতিকার।
• ১৯৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক কার্ক; তিনি আমেরিকান কমান্ডার, আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যান মারিনো তিনি আমেরিকান সাবেক ফুটবল খেলোয়াড় ও স্পোর্টসকাস্টার।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক প্যাটারসন; তিনি ওয়েস্ট ইন্ডিয়াঅ।সাবেক ক্রিকেটার।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ফিকো; তিনি ছিলেন স্লোভাক রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ ওয়াটকিন; তিনি ওয়েলশ সাবেক ক্রিকেটার।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানি নুচি; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোশ চার্লস; তিনি আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন ফেরেইরা; তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথান জন অ্যাসলে; তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি কার; তিনি ইংরেজ কৌতুক অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেটিজিয়া; তিনি স্পেনের রানী।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিন্স ড্যানিয়েল; তিনি ভ্যাস্টারগোটল্যান্ডের ডিউক ও সুইডিশ রাজপুত্র।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিমামান্ডা এনগোজি অ্যাডিচি; তিনি নাইজেরিয়ান ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ছোটগল্প লেখক।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম হার্ডি; তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন টেরি; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইডুর গুজজনসেন; তিনি আইসল্যান্ডীয় সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভ অ্যানাবল; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস রুইজ; তিনি গুয়াতেমালার সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন শোয়ার্টজ; তিনি আমেরিকান কৌতুক অভিনেতা ও লেখক।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিন্স হ্যারি; তিনি ব্রিটিশ রাজ পরিবারেরর রাজপুত্র।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনা মার্বেলস; তিনি আমেরিকান ইউটিউবার ও কৌতুক অভিনেতা।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালি চিসসোখো; তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেলসি কেন; তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যারন মুয়; তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস শ্রোডার; তিনি জার্মান বাস্কেটবল খেলোয়াড়।

==মৃত্যু==


• ০৬৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় কনস্ট্যান্স; তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
• ০৯২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বোহেমিয়ার লুডমিলা; তিনি ছিলেন চেক শহীদ ও সাধু।
• ১২৩১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লুই; তিনি ছিলেন বাভারিয়ার ডিউক।
• ১৫৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইসাবেলা জাগিলোন; তিনি ছিলেন হাঙ্গেরির রানী।
• ১৭০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে লে নোত্রে; তিনি ছিলেন ফরাসী মালী।
• ১৮৪২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো মোরাজান; তিনি ছিলেন গুয়াতেমালান জেনারেল, আইনজীবি ও রাজনীতিবিদ।
• ১৮৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইসমবার্ড কিংডম ব্রুনেল; তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার।
• ১৮৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন হ্যানিং স্পিক; তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও অভিযাত্রী।
• ১৮৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ প্লাতো; তিনি ছিলেন বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৯২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রোমান ভন উঙ্গার্ন-স্টার্নবার্গ; তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত রাশিয়ান জেনারেল।
• ১৯২৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।
• ১৯৩০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিল্টন সিলস; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৩৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টমাস ওল্ফ; তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে টারদিউ; তিনি ছিলেন ফ্রান্সের সাংবাদিক, রাজনীতিবিদ ও ৯৭তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টন ওয়েবারন; তিনি ছিলেন অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ষষ্ঠ গুস্টাফ আডোলফ; তিনি ছিলেন সুইডেনের রাজা।
• ১৯৭৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলি মেসারশমিট; তিনি ছিলেন জার্মান প্রকৌশলী ও শিক্ষাবিদ।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিল ইভান্স; তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট পেন ওয়ারেন; তিনি ছিলেন আমেরিকান কবি, লেখক ও সমালোচক।
• ১৯৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি কল্ডার; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গুনার নর্ডাহল; তিনি ছিলেন সুইডিশ ফুটবলার ও পরিচালক।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জনি রামোন; তিনি ছিলেন আমেরিকান গিটারিস্ট ও গীতিকার।
• ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওরিয়ানা ফাল্লাচি; তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও লেখক।
• ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিতুন কুণ্ডু; তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
• ২০০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কলিন ম্যাক্রেই; তিনি ছিলেন স্কটিশ রেস গাড়ি চালক।
• ২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড রাইট; তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও কীবোর্ড প্লেয়ার।
• ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিস বে; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হাবিব মুনজির আল-মুসাওয়া; তিনি ছিলেন ইন্দোনেশিয়ান আলেম ও পণ্ডিত।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি ডিন স্ট্যান্টন; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিক ওকাসেক; তিনি ছিলেন আমেরিকান সঙ্গীতজ্ঞ।
• ২০২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দো বোটেরো; তিনি ছিলেন কলম্বিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর।

#১৫_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৫ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক গ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image