Skip to content
Latest
The Legacy and Bravery of Tipu Sultan A Historical IconInternational Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of Acceptance

১৬ সেপ্টেম্বরের এই দিনে

International Day for the Preservation of the Ozone Layer

==ছুটির দিন ও পালনীয়==


• আজ বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস (International Day for the Preservation of the Ozone Layer)৷

==ঘটনাবলী==


• ১৮১২ সালের এই দিনে মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল।
• ১৯০৮ সালের এই দিনে জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয়।
• ১৯২০ সালের এই দিনে ওয়াল স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হলে ৩৮ জন মারা যায় এবং প্রায় ৪০০ লোক আহত হয়।
• ১৯৩১ সালের এই দিনে লিবিয়ায় ইতালীর উপনিবেশ বিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
• ১৯৪০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়।
• ১৯৪১ সালের এই দিনে ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন।
• ১৯৫৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত।
• ১৯৫৫ সালের এই দিনে আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।
• ১৯৭৮ সালের এই দিনে রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়।
• ১৯৮৭ সালের এই দিনে বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।

==জন্ম==


• ০০১৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়া দ্রুসিলা; তিনি ছিলেন রোমান রাজকীয় পরিবারের সদস্য।
• ১৩৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চম হেনরি; তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৪৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়েত্রো পম্পোনাজ্জি; তিনি ছিলেন ইতালীয় দার্শনিক।
• ১৫০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়াজিং; তিনি ছিলেন চীন সম্রাট।
• ১৬৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এঙ্গেলবার্ট কেম্পফার; তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও উদ্ভিদবিদ।
• ১৭৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল কুতুজোভ; তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল।
• ১৭৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথান মায়ার রথসচাইল্ড; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ ব্যাংকার ও অর্থদাতা।
• ১৭৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দাওগুয়াং; তিনি ছিলেন চীনের সম্রাট।
• ১৮৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চম পেড্রো; তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৮৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলব্রেখ্‌ট কসেল; তিনি ছিলেন নোবেল পুরস্কার জার্মান চিকিৎসক ও বায়োকেমিস্ট।
• ১৮৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বোনার ল্; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত স্কটিশ ব্যাঙ্কার, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
• ১৮৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউয়ান শিকাই; তিনি ছিলেন চীনা জেনারেল, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৮৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন পিয়াস বোল্যান্ড; তিনি ছিলেন আইরিশ টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।
• ১৮৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার ক্লাইভ হাভার্ড বেল; তিনি ছিলেন ইংরেজ দার্শনিক ও সমালোচক।
• ১৮৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন আরপ; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি ভাস্কর ও চিত্রশিল্পী।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাদিয়া বোলাঞ্জার; তিনি ছিলেন ফরাসি সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্স ইমিল সিলান্‌পা; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ লেখক।
• ১৮৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ডনিৎজ; তিনি ছিলেন জার্মান অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৮৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার কোর্ডা; তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৮৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবার্ট সেজেন্ট-জিয়র্গি; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নবিদ।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক চার্চিল; তিনি ছিলেন শ্রীলঙ্কা বংশোদ্ভূত ব্রিটিশ কর্নেল।
• ১৯১০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ক্লিং; তিনি ছিলেন জার্মান রেস কার ড্রাইভার ও ম্যানেজার।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম এস শুভলক্ষ্মী; তিনি ছিলেন একজন ভারতীয় সংগীত শিল্পী।
• ১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উরসুলা ফ্র্যাঙ্কলিন; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত কানাডিয়ান ধাতুবিদ।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাই হ্যামিল্টন; তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি কুয়ান ইউ; তিনি ছিলেন সিঙ্গাপুরের আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরেন বাকল; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিবি কিং; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস হাউহে; তিনি ছিলেন আইরিশ হিসাবরক্ষক, আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ফক; তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাদাকো ওগাতা; তিনি ছিলেন জাপানি শিক্ষাবিদ এবং কূটনীতিক, জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঞ্জিবারের জামশিদ বিন আবদুল্লাহ; তিনি জাঞ্জিবারের শেষ সুলতান।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান ফ্রান্সিস; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ চাকিরিস; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকি স্টুয়ার্ট; তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলগিন বেলর; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
• ১৯৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ চাকিরিস; তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী।
• ১৯৩৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল আন্দ্রে; তিনি ছিলেন আমেরিকান ভাস্কর।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার মেদভেদ; তিনি ছিলেন রাশিয়ান কুস্তিগীর।
• ১৯৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেইটেন ব্রেইটেনবাখ; তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি কবি ও চিত্রশিল্পী।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজমেরি ক্যাসাল; তিনি আমেরিকান সাবেক টেনিস খেলোয়াড় ও স্পোর্টসকাস্টার।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এড বেগলি জুনিয়র; তিনি আমেরিকান অভিনেতা ও পরিবেশ কর্মী।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকি রুর্ক; তিনি আমেরিকান মুষ্টিযোদ্ধা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ন্যান্সি হুস্টন; তিনি কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও অনুবাদক।
• ১৯৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি; তিনি চিলিয়ান সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার ওলি; তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড কপারফিল্ড; তিনি আমেরিকান জাদুকর ও অভিনেতা।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলে নেভিল সাউথল; তিনি ওয়েলশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলে জেনিফার টিলি; তিনি আমেরিকান অভিনেত্রী ও পোকার খেলোয়াড়।
• ১৯৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড জন রিচার্ডসন; তিনি দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার, ম্যানেজার ও আইনজীবী।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড মার্কস; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোসি ডি পালমা; তিনি স্প্যানিশ বংশোদ্ভূত ফরাসি মডেল ও অভিনেত্রী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মলি শ্যানন; তিনি আমেরিকান অভিনেত্রী, কৌতুক অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল-হেইঞ্জ রিডেল; তিনি জার্মান সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বেল এডওয়ার্ডস; তিনি আমেরিকান অ্যাটর্নি ও রাজনীতিবিদ।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন ইয়াং; তিনি আমেরিকান হার্ডলার।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক অ্যান্টনি; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্ট বেকার; তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক এন্থনি; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামি পোহলার; তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার ভিনোকোরভ; তিনি কাজাখের সাইক্লিস্ট ও পরিচালক।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়ান কাস্ত্রো; তিনি আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিনা গারানকা; তিনি লাতভিয়ান সোপ্রানো।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিনা বারেট; তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লো রিদা; তিনি আমেরিকান র‌্যাপার, গায়ক ও গীতিকার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যান বিংবিং; তিনি চীনা অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্সিস ব্লেডেল; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্স্টি কভেন্ট্রি; তিনি জিম্বাবুয়ের সাবেক সাঁতারু।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাবরিনা ব্রায়ান; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেটি মেলুয়া; তিনি জর্জিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্স মিংহেলা; তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাডেলিন জিমা; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান হার্ডিং; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইল লাফার্টি; তিনি আইরিশ ফুটবলার।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালোমন রন্ডন; তিনি ভেনেজুয়েলার ফুটবলার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিক জোনাস; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেট্রো বুমিন; তিনি আমেরিকান রেকর্ড প্রযোজক ও গীতিকার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোজি; তিনি জাপানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়ক ও গীতিকার।
• ১৯৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যারন গর্ডন; তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকি ইয়াং; তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

==মৃত্যু==


• ০৩০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্ল্যাভিয়াস ভ্যালেরিয়াস সেভেরাস; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৩৪৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ফিলিপ; তিনি ছিলেন নাভারের রাজা।
• ১৩৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন চতুর্থ; তিনি ছিলেন ডিউক অফ ব্রিটানি।
• ১৩৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম চার্লস; তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৪৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টমাস অফ টর্কেমাডা; তিনি ছিলেন স্পেনীয় ফ্রিয়ার।
• ১৫৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্যাথরিন জাগিলন; তিনি ছিলেন সুইডেনের রানী।
• ১৬৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান ব্র্যাডস্ট্রিট; তিনি ছিলেন ইংরেজ কবি।
• ১৭০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় জেমস; তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৭৩৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট; তিনি ছিলেন পোলিশ ডাচ পদার্থবিদ, প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবন।
• ১৭৯২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নগুয়েন হুয়ে; তিনি ছিলেন ভিয়েতনামী সম্রাট।
• ১৮০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস বাউডিন; তিনি ছিলেন ফরাসি অভিযাত্রী, হাইড্রোগ্রাফার ও মানচিত্রকার।
• ১৮২৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অষ্টাদশ লুই; তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৮৯৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও কার্লোস গোমেস; তিনি ছিলেন ব্রাজিলিয়ান সুরকার।
• ১৯১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড হুইম্পার; তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত ফরাসি পর্বতারোহী, অভিযাত্রী ও লেখক।
• ১৯২৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লিও ফল; তিনি ছিলেন চেক বংশোদ্ভূত অস্ট্রিয়ান সুরকার।
• ১৯২৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলেক্সান্দ্র্ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান; তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিদ ও গণিতবিদ।
• ১৯৩১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওমর আল-মুখতার; তিনি ছিলেন লিবিয়ার তাত্ত্বিক ও শিক্ষাবিদ।
• ১৯৩২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পেগ এন্টউইসল; তিনি ছিলেন ব্রিটিশ মঞ্চ ও পর্দা অভিনেত্রী।
• ১৯৩২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রোনাল্ড রস; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক।
• ১৯৩৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিন-ব্যাপটিস্ট চারকোট; তিনি ছিলেন ফরাসি চিকিৎসক ও অনুসন্ধানকারী।
• ১৯৪৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গুস্তাভ বাউয়ার; তিনি ছিলেন জার্মান সাংবাদিক, রাজনীতিবিদ ও ১১তম চ্যান্সেলর।
• ১৯৪৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেমস হপউড জিন্স; তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
• ১৯৫৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কই বাইসই; তিনি ছিলেন চীনা চিত্রশিল্পী।
• ১৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেড কুইম্বি; তিনি ছিলেন প্রখ্যাত মার্কিন এ্যানিমেশন নির্মাতা।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভিক্টর জারা; তিনি ছিলেন চিলির একজন শিক্ষক, নাট্য নির্দেশক, কবি, গায়ক, গীতিকার ও রাজনৈতিক কর্মী।
• ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বার্থা লুটজ; তিনি ছিলেন ব্রাজিলিয়ান নারীবাদী ও বিজ্ঞানী।
• ১৯৭৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্ক বোলান; তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৭৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া ক্যালাস; তিনি ছিলেন গ্রিক অপেরাটিক সোপ্রানো।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিন পিয়াগেট; তিনি ছিলেন সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৮৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুই রেয়ার্ড; তিনি ছিলেন ফরাসি প্রকৌশলী ও ফ্যাশন ডিজাইনার।
• ১৯৮৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ব্রাউটিগান; তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, কবি ও ছোটগল্প লেখক।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গর্ডন গোল্ড; তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ, শিক্ষাবিদ ও লেজার আবিষ্কার করেন।
• ২০০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট জর্ডান; তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও লেখক।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মেরি ট্র্যাভার্স; তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টিমোথি বেটসন; তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গাই বার্ট; তিনি ছিলেন মিশরীয় বংশোদ্ভূত ফরাসি গায়ক ও গীতিকার।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড আলবি; তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও নাট্যকার।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্লো আদজেলিও চাম্পি; তিনি ছিলেন ইতালির অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও মাসকারেনহাস মন্টেইরো; তিনি ছিলেন কাবো ভার্দেন রাজনীতিবিদ ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্শাল অর্জন সিংহ; তিনি ছিলেন ভারতীয় বিমানবাহিনীর সর্বোচ্চ পদবীধারী ব্যক্তি ছিলেন।
• ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেন পাওয়েল; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেন পাওয়েল ক্লাইভ সিনক্লেয়ার; তিনি ছিলেন ইংরেজ উদ্যোক্তা ও উদ্ভাবক।

#১৬_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৬ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ বিশ্ব ওজোন স্
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image